Shono Bangladesh

CLOSE
CLOSE
CLOSE
CLOSE

What is Aphasia? Treatment of Aphasia.

♦️এ্যাফাজিয়া ও এর চিকিৎসাঃ জানবো সংক্ষেপে♦️
*এ্যাফাজিয়া কি?
এ্যাফাজিয়া হলো একটি ভাষাগত সমস্যা যেটি হয়ে থাকে ব্রেইনের যে অংশ ভাষার জন্য দায়ী সে অংশ প্রবলেমেটিক হলে। ভাষার ব্যবহার করতে না পারা ও বুঝতে না পারা হলো এ্যাফাজিয়ার কমন বৈশিষ্ট্য। তাছাড়া স্বাভাবিকভাবে কথা বলতে না পারা,কথা বুঝতে না পারা,লিখতে না পারা,পড়তে না পারা,মনে রাখতে না পারা,কথা পুনরাবৃত্তি করতে না পারা ইত্যাদি সমস্যা পরিলক্ষিত হতে পারে।
*এ্যাফাজিয়া কেন হয়?
মানুষের ব্রেইনে দুটো হেমিস্ফিয়ার রয়েছে। বাম এবং ডান। বাম হেমিস্ফিয়ার মূলত ভাষা উৎপাদন,ভাষা বুঝা ইত্যাদি কাজের জন্য দায়ী। সুতরাং কোনো কারনে ব্রেইনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হলে এ্যাফাজিয়া হতে পারে। এটি মূলত বয়ষ্ক মানুষদের মধ্যে দেখা যায়।
ব্রেইন টিউমার,স্ট্রোক,মাথায় গুরুতর আঘাত,ট্রমা সহ বেশকিছু কারনে এ্যাফাজিয়ার সৃষ্টি হতে পারে।
এ্যাফাজিয়ার বেশকিছু প্রকারভেদ রয়েছে। তারমধ্যে কমন কিছু এ্যাফাজিয়া হলো-
১. ব্রোকা’স এ্যাফাজিয়া
২. ভার্নিক’স এ্যাফাজিয়া
৩. এ্যানোমিক এ্যাফাজিয়া
৪. কন্ডাকশন এ্যাফাজিয়া ইত্যাদি।
এছাড়াও এ্যাফাজিয়ার বেশ কয়েকটি সাবব্রাঞ্চ রয়েছে। এবং সকল এ্যাফেজিয়ার কিছু ইউনিক ক্যারেক্টারইস্টিক রয়েছে। যেমনঃ ব্রোকা’স এ্যাফেজিয়ার ক্ষেত্রে পেশেন্ট সবকিছু বুঝে কিন্তু এক্সপ্রেস বা মনের ভাব প্রকাশ করতে অসুবিধা বোধ করেন। স্পীচ অস্পষ্ট হয়ে থাকে অথবা সঠিকভাবে সাজিয়ে কথা বলতে পারেনা।
আবার ভার্নিক’স (এটিকে সেনসোরি বা ফ্লুয়েন্ট এ্যাফাজিয়াও বলা হয়ে থাকে।)
এ্যাফাজিয়ার ক্ষেত্রে রিসেপ্টিভ বা কোনো কিছু শুনে সেটি বুঝতে না পারার একটি প্রবণতা লক্ষ করা যায়! তবে এক্ষেত্রে স্পীচ যথেষ্ট ক্লিয়ার থাকে। তবে বেশিরভাগ বাক্যই প্রশ্নের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে।
এভাবে প্রতিটি এ্যাফাজিয়ারই কিছু ইউনিক বৈশিষ্ট্য ও সে অনুযায়ী চিকিৎসা পদ্ধতি রয়েছে।
সুতরাং একজন বয়স্ক পেশেন্ট যদি ট্রমা,স্ট্রোক,ব্রেইন টিউমার,ব্রেইন ইঞ্জুরি এসবের ফলে স্বাভাবিকভাবে কথা বলা,কথা বুঝতে পারা,লিখতে পারা,পড়তে পারা,মনে রাখতে পারা,কথা পুনরাবৃত্তি করতে পারার মতো সক্ষমতাগুলো হারিয়ে ফেলে,তাহলে তাঁকে নিয়ে অবশ্যই একজন অভিজ্ঞ স্পীচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে।
স্পীচ থেরাপিস্ট সর্বপ্রথম এসেসমেন্ট করে বের করবেন পেশেন্ট কোন ধরনের এ্যাফাজিয়া ভেভোলাপ করেছে। সেটি নিশ্চিত হয়ে সে অনুযায়ী ট্রিটমেন্ট করলে একজন এ্যাফাজিক পেশেন্ট সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এ্যাফাজিয়া সহ স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল ধরনের মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।
ঠিকানাঃ ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬
মোবাইলঃ ০১৭৭৪-৯১০৭৯১,০১৪০৬-৩০৩০৯০
Our Group link: https://www.facebook.com/groups/1092317724571790/?ref=share_group_link
Youtube link: https://youtube.com/channel/UC5bjAlCKBKVgkQsF7cem7rA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents