অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(ASD)
প্রথমেই জেনে রাখা উচিৎ,এএসডি কোনো প্রচলিত অসুস্থতা নয় যে ডাক্তার দেখিয়ে ঔষধ দিলে সুস্থ হয়ে যাবে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) হল একটি মস্তিষ্কের বিকাশগত অক্ষমতা। এএসডি আক্রান্ত শিশুদের প্রায়ই সামাজিক যোগাযোগে বা পুনরাবৃত্তিমূলক আচরণ অথবা আগ্রহে সমস্যা হয়। এএসডি আক্রান্তদের শেখার,চলাফেরার বা মনোযোগ দেওয়ার বিভিন্ন উপায় থাকতে পারে। যা অন্য সাধারণ শিশুদের তুলনায় আলাদা।শিশুর এএসডি ডায়াগনোসিস হওয়ার পরে ধৈর্য্য সহকারে শিশুকে প্রশিক্ষণ দিয়ে যেতে হবে নিয়মিত। চেষ্টা করতে হবে শিশুকে হাসিখুশি রাখা। আত্মবিশ্বাসী হতে শেখাতে হবে।
ASD আক্রান্ত শিশুদের কিছু সাধারণ বৈশিষ্ট্য হলোঃ
* চোখের যোগাযোগ (আই কন্টাক্ট) এড়িয়ে যায় বা করতে পারে না।
* ৯ মাস বয়স হওয়ার পরও নাম ধরে ডাকলে সারা প্রদান করেনা।
* ৯ মাস বয়সেও খুশি,দুঃখ,রাগান্বিত এবং বিস্মিত হওয়ার মতো মৌখিক অভিব্যক্তি দেখায় না।
* ১২ মাস বয়সেও সাধারণ খেলনা নিয়ে খেলাধূলা করেনা। *
*১২ মাস বয়সের মধ্যেও সাধারণ কোন অঙ্গভঙ্গি ব্যবহার করে না।
উদাহরণস্বরূপঃ বিদায় নেওয়ার সময় হাত নাড়ে না।
* ১৫ মাস বয়সের মধ্যেও অন্যদের সাথে খেলাধূলার আগ্রহ প্রকাশ করেনা।
* ১৮ মাস বয়সের মধ্যেও আকর্ষণীয় কিছু দেখানোর জন্য নির্দেশ করে না।
* ২৪ মাস বয়সে অন্যরা কখনো আঘাতপ্রাপ্ত হলে বা বিচলিত হলে সেটা লক্ষ্য করে না বা বুঝতে পারেনা।
* ৩৬ মাস বয়সেও অন্য বাচ্চাদের সাথে মিশতে চায়না এবং তাদের সাথে খেলায় যোগ দেয় না।
* ৪৮ মাস বয়সেও খেলার ছলে অন্য কিছু হওয়ার ভান করে না। যেমনঃ একজন শিক্ষক বা সুপারহিরো।
* ৬০ মাস বয়সেও গান,নাচ বা অভিনয় করে না।এছাড়াও অন্যান্য কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যেমনঃ* পছন্দের কোনো বিষয়ে ছোটখাটো পরিবর্তনে মন খারাপ করে।
* কোনোকিছুর প্রতি অবসেসিভ আগ্রহ থাকতে পারে।* কিছু নির্দিষ্ট রুটিন মেনে চলতে চায়।
* তাছাড়া স্পীচ ডিলে বা বিলম্বিত ভাষার দক্ষতা।
* বিলম্বিত শেখার দক্ষতা।* অতিসক্রিয়,আবেগপ্রবণ,অথবা অমনোযোগী আচরণ
* মৃগী রোগ বা খিঁচুনির সমস্যা। * অস্বাভাবিক খাওয়া এবং ঘুমের অভ্যাস।
*অস্বাভাবিক মেজাজ বা মানসিক প্রতিক্রিয়া।* উদ্বেগ,মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা।
* ভয় না পাওয়া বা প্রত্যাশার চেয়ে বেশি ভয় পাওয়া।
ASD আক্রান্ত সকল শিশুদের মধ্যেই যে উপরিউক্ত সকল বৈশিষ্ট্যই যে উপস্থিত থাকবে তা কিন্তু নয়।তবে এসব বৈশিষ্ট্য দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া অতীব জরুরি। সেই লক্ষ্যে আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার আছি আপনাদের পাশে ASD আক্রান্ত শিশুদের সেবায়।
ঠিকানাঃ ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬মোবাইলঃ ০১৭৭৪-৯১০৭৯১,০১৪০৬-৩০৩০৯০
Our Group link: https://www.facebook.com/groups/1092317724571790/?ref=share_group_link
Youtube link: https://youtube.com/channel/UC5bjAlCKBKVgkQsF7cem7rA
#ASD#awareness#Otosclerosis#cochlearimplants#cochlearimplantkids#hearingaidhearingaid#Tinnitus#কানেরমেশিন#কানেরযন্ত্র#speechtherapy#speechtherapist#languagelearning#speechandlanguage#speechandlanguagetherapy#audiologist#speechdelay#speechdevelopment#toddlerspeech#speechandlanguage#speechlanguagepathology#slp#parmarhood#parentoming#speechlanguagepathology#slp#mythsdebunked#motherhood#motherlife#parentingtoddlers#parenting #parentingkids #avt_therapy#Autim#Sign_of_Autism