Shono Bangladesh

CLOSE
CLOSE
CLOSE
CLOSE

Smart Phone causes Speech Delay?

♦️শিশুর ভাষা বিকাশে ইলেকট্রনিক ডিভাইস এর কু প্রভাব এবং অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব:

শিশু জন্মের পর থেকে তার পারিপার্শ্বিকতা দেখে ও শুনেই ভাষা শেখে এবং কথা বলা শুরু করে। শিশুদের ওপর পরিচালিত ইউনিসেফের গবেষণা বলছে- শিশুর ৬ মাস থেকে ২ বছর হতেই বাবা-মা শিশুকে স্মার্টফোন ও টেলিভিশনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, যা শিশুর ভাষা বিকাশে ব্যাপক প্রভাব ফেলছে।

শিশুর ভাষা বিকাশের স্তর লক্ষ করলে দেখা যায়, ৪-৫ মাস বয়সে শিশু বিভিন্ন শব্দ করতে পারে।

৬-১২ মাস বয়সে বাবা, মা, দাদা, নানা ইত্যাদি শব্দ করে অন্যের সঙ্গে যোগাযোগ করে।

১২-১৮ মাস বয়সে ছোট ছোট নির্দেশনা পালন করে এবং নতুন নতুন শব্দ অনুকরণ করার চেষ্টা করে।

২ বছর বয়সে ২টি শব্দ ব্যবহার করে কথা বলে। যেমন- ‘আমি খাব।’

৩-৪ বছর বয়সে ৩ অথবা ৪ বাক্যে স্পষ্ট করে কথা বলতে পারে।

৫ বছর বয়সে গল্প বুঝতে পারে ও বলতে পারে, আবেগ-অনুভূতি বুঝতে পারে।

এ সময়টি ভাষা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্মার্টফোন, টিভি, ল্যাপটপ এ ডিভাইসগুলো মূলত ‘একমুখী যোগাযোগ’। ১ বছর বয়স থেকে শিশু যখন স্মার্টফোন ব্যবহার করে, তখন সে মূলত কার্টুন, গান, নাচ অথবা অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানগুলোই দেখে। আশপাশের পারিপার্শ্বিক অবস্থার দিকে তার মনোযোগ থাকে না। সম্পূর্ণ মনোযোগ থাকে স্মার্টফোনের ভিডিওর ওপর। ওই মুহূর্তে না সে আশপাশে দেখে; না সে প্রশ্ন করে অথবা প্রশ্নের উত্তর দেয়। এর ফলে শিশুর ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয়। এমন অবস্থা চলতে থাকলে সমস্যা ধীরে ধীরে প্রকট হতে থাকে যা এক সময় ‘স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে’ তে রুপ নেয়।শিশুরা অনুকরণপ্রিয়। পিতা-মাতার অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারও শিশুর ভাষা বিকাশ ও আচরণগত সমস্যার কারণ হতে পারে।

গবেষণা বলে- মায়েরা, বাবাদের থেকে বেশি ফোন ব্যবহার করে। শিশুকে খাওয়ানোর সময়, ঘুম পাড়ানোর সময়, এমনকি শিশুর হাতে স্মার্টফোন দিয়ে পরিবারের কাজ করে। অন্যদিকে বাবারাও অফিস থেকে এসে স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যা শিশুরা দেখে ও অনুকরণ করতে থাকে। এর ফলে শিশু কথা বলার মানুষ পায় না এবং কথা শিখতে বিলম্ব করে।ভাষার বিকাশ দেরি হলে অবহেলা করতে নেই। শিশু দেরিতে হয়তো কথা বলবে- এমন ভুল ধারণা অনেকেই করে থাকে, যা পরবর্তী সময়ে একটি শিশুর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক অভিভাবক এই ভেবে খুশি থাকে যে, শিশু স্মার্টফোনের ফাংশন বুঝতে পারছে, ইউটিউবে যেতে পারছে, গেমস খেলতে পারছে। কিন্তু অনেক সময় এটি শিশুর জন্য ভালো নাও হতে পারে। শিশুকে স্মার্টফোন, টিভি, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করতে দিতে হবে, প্রযুক্তি সম্পর্কে অবশ্যই ধারণা দিতে হবে; কিন্তু সেটা একটি নির্দিষ্ট বয়সে। লক্ষ রাখতে হবে, যেন এর ফলে শিশুর ক্ষতি না হয়ে যায়।শিশুকে পর্যাপ্ত সময় দিন। কথা বলুন। পারিপার্শ্বিক জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিন। বুঝান ও শেখান, যা শিশুর ভাষার বিকাশ স্বাভাবিক হতে সাহায্য করবে।

যদি সমস্যা প্রকট হয় এবং শিশু কথা না বুঝে বা প্রকাশ না করে, সেক্ষেত্রে দেরি না করে অবিলম্বে একজন প্রফেশনাল ‘স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট’-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি তদারকির মাধ্যমে শিশুর সমস্যা নির্ণয় ও চিকিৎসা প্রদান করে শিশুর ভাষা বিকাশকে স্বাভাবিক করতে সাহায্য করবেন।স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল ধরনের মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।

ঠিকানাঃ ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬

মোবাইলঃ ০১৭৭৪-৯১০৭৯১,০১৪০৬-৩০৩০৯০

For More Info: Please Visit Us www.shonobangladesh.com

Our Group link: https://www.facebook.com/groups/1092317724571790/?ref=share_group_link

Youtube link: https://youtube.com/channel/UC5bjAlCKBKVgkQsF7cem7rA

#awareness#Otosclerosis#cochlearimplants#cochlearimplantkids#hearingaidhearingaid#Tinnitus#কানেরমেশিন#কানেরযন্ত্র#speechtherapy#speechtherapist#languagelearning#speechandlanguage#speechandlanguagetherapy#audiologist#speechdelay#speechdevelopment#toddlerspeech#speechandlanguage#speechlanguagepathology#slp#parmarhood#parentoming#speechlanguagepathology#slp#mythsdebunked#motherhood#motherlife#parentingtoddlers#parenting#parentingkids #avt_therapy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents