Otosclerosis হল এমন একটি অবস্থা যেখানে কানে শুনতে ব্যবহৃত শ্রবণের তৃতীয় হাড়টি(Stapes) অস্বাভাবিকভাবে ক্যালসিয়াম কার্বোনেট এর আস্তরন পরায় যেমন হওয়া উচিত তেমনভাবে নড়াচড়া করে না।এটি পরিবাহী শ্রবণশক্তি হ্রাস করে। অবস্থা প্রাথমিক হলে, চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। যখন শ্রবণশক্তি বেশি হ্রাস পেতে থাকে, তখন হিয়ারিং এইড ব্যবহার বা স্টেপেডক্টোমি সার্জারি কার্যকরী চিকিৎসার হতে পারে। আমাদের ডাক্তাররা এই অবস্থার চিকিৎসার জন্য স্টেপেডেক্টমি নামে একটি অস্ত্রোপচারের পদ্ধতি অফার করেন। একটি সফল অস্ত্রোপচার প্রায়ই স্থায়ীভাবে এবং সম্পূর্ণরূপে এই ধরনের শ্রবণশক্তির ক্ষতি থেকে রক্ষা করতে পারে এবং বহু বছরের শ্রবণশক্তির হ্রাস পাওয়া থেকে পুনরুদ্ধার করতে পারে। এছাড়াও সার্জারির বিকল্প হিসেবে হিয়ারিং এইড( কানে শোনার যন্ত্র) ব্যবহার করলে স্বাভাবিক শ্রবনশক্তি ফিরে পাওয়া সম্ভব।
Otosclerosis এ আক্রান্ত রোগির লক্ষণ সমূহঃ
Otosclerosis এ আক্রান্ত বেশিরভাগ লোক তাদের 20 বা 30 বছর বয়সে শ্রবণ সমস্যা লক্ষ্য করে। এক বা উভয় কান প্রভাবিত হতে পারে।
👉 শ্রবণশক্তি হ্রাস যা সময়ের সাথে ধীরে ধীরে খারাপ হয়।
👉কম, গভীর শব্দ এবং ফিসফিস শুনতে বিশেষ অসুবিধা।
👉 এই রোগে আক্রান্ত রোগী খুবই আস্তে কথা বলে কারণ রোগীর কণ্ঠস্বর রোগীর কাছে জোরে শোনাচ্ছে।
👉 ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হলে শুনতে সহজ হয় (অন্যান্য অনেক ধরনের শ্রবণশক্তি হারানোর মতো নয়) 👉 কানে এক ধরনের ভোঁ ভোঁ বা ঝিঁ ঝিঁ শব্দ শুনতে পাওয়া, যেমন গুঞ্জন বা গুনগুন, যা রোগী শরীরের ভিতর থেকে আসে (টিনিটাস)
👉মাথা ঘোরা (যদিও এটি বিরল)
মনে রাখবেন,আপনার শ্রবন সংক্রান্ত সমস্যার একমাত্র সার্টিফাইড কেয়ারার শুধুমাত্র একজন অডিওলোজিস্ট।
আপনাদেরকে মানসম্মত সেবা নিশ্চিত করতে পাশে আছে “Shono Bangladesh Speech and Hearing Point”.
ঠিকানাঃ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬মোবাইল ঃ০১৭৭৪-৯১০৭৯১, ০১৪০৬-৩০৩০৯০