Shono Bangladesh

CLOSE
CLOSE
CLOSE
CLOSE

Intellectual Disability,Causes And management of Intellectual Disability(ID)

♦️Intellectual disability বা বুদ্ধিপ্রতিবন্ধীতা♦️

Intellectual Disability হলো বয়স অনুপাতে একটি শিশুর যেরকম বুদ্ধি থাকার দরকার তার তুলনায় কম হওয়া বা কম থাকা। সাধারণত যাদের আই.কিউ ৭০ নিচে থাকে তাদের বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করা হয়। American Association for Mental Retardation, 1992) মতে কোন শিশুকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করতে চারটি Dimension এ শিশুর স্কোর কম আসতে হবে। তবেই তাকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে ধরা হবে। সেগুলো হলোঃ

1. Low intellectual functioning/low IQ and low adaptive functioning skills: আই কিউ ৭০ নিচে হতে হবে এবং দুইটা বা তার বেশি adaptive skill area তে সমস্যা থাকবে। এই সমস্যাগুলো ১৮ বছর বয়সের পূর্বেই দেখা দিবে।

2. Psychological and emotional status: ব্যক্তির Psychological and emotional দক্ষতা গুলো পরিমাপ করতে হবে adaptive behavior scales এর মাধ্যমে। Psychological and emotional দক্ষতা গুলো strengths and weaknesses পরিমাপ করতে হবে। যদি Psychological and emotional দক্ষতা গুলো সবগুলো যদি weak আসে তাহলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভবনা বেশি।

3. Physical health and aetiological factors: শিশুর শারিরিক স্বাস্থ্যের যথাযথ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে এবং তার কারণ গুলো খুজে বের করে ঠিক করা হবে আসলে বুদ্ধি প্রতিবন্ধী কি না।

4. Environmental factors: শিশুর বাসার পরিবেশ ও স্কুলের পরিবেশ ভাল ভাবে বিেশ্নষণ করতে হবে। স্কুলে কেমন পার্ফম করছে তা দেখতে হবে। যদি সব বিষয়ে খারাপ মার্ক পায় বা ফেইল করে বা যোগ,বিযোগ,গুন, ভাগ করতে সমস্যা হয় বা পড়া ভুলে যায় বা মনে রাখতে পারে না ইত্যাদি বিষয় গুলো বিবেচনা করে বুদ্ধি প্রতিবন্ধী নির্ধরণ করতে হবে। পাশাপাশি শিশুর সামাজিক দক্ষতাগুলো পরিমাপ করতে হবে।

বুদ্ধি প্রতিবন্ধী শিশুর লক্ষণঃ

১.ভাষা বিকাশে সমস্যা।

২.যৌক্তিক চিন্তা করতে সমস্যা।

৩.সমস্যা সমাধান করতে সমস্যা।

৪.পরিকল্পনা করতে সমস্যা।

৫.Judgment/বিচার করতে সমস্যা হয়।

৬.পড়াশুনায় সমস্যা হয়।

৭.অভিজ্ঞতা থেকে শিক্ষতে পারে না।

৮.কত টাকা দিতে হবে আর কত টাকা ফেরত নিতে হবে তা বুঝতে পারে না।

৯.Abstract thinking করতে সমস্যা হয়। যেমন- অনেকে মনে মনে সমস্যা সমাধান করে থাকে কিন্তু এইসব শিশু পারে না।

১0.Executive function এ সমস্যা হয় যেমন- planning, strategizing, priority setting, cognitive flexibility ইত্যাদি।

১১.কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না। একই নির্দেশনা বারবার দিতে হয়।

১২.Short memory তে সমস্যা হয়। আমরা জানি শর্ট টার্ম মেমোরি immediate কাজ বা কথা বলার জন্য ব্যবহার করা হয়। যার কারনে অনেক সময় ভুলে যায় অন্যরা কি বলছে বা প্রশ্ন করছে তার উত্তর দিতে পারে না। এসব এছাড়াও আর বেশকিছু লক্ষণ রয়েছে।

বুদ্ধি প্রতিবন্ধীতার কারণঃ

বিভিন্ন কারণে একটি শিশু প্রতিবন্ধী হতে পারে।

যেমন-১.বংশগত কারণঃ বংশগত বা জেনেটিক কারণেও ব্যক্তির মাঝে মানসিক প্রতিবন্ধীত্ দেখা দিয়ে থাকে৷

২. Prenatal/জন্মের পূর্বকালীনকারণগুলো হচ্ছে-(ক) মা গর্ভাবস্থায় রোগে আক্রান্ত হলে।(খ) মায়ের অপুষ্টি জনিত সমস্যা থাকলে।(গ) গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় ঔষধ গ্রহণ।(ঘ) মায়ের বয়সঃ গর্ভধারনের সময় মায়ের বয়স কম বা বেশি দুটিই শিশুর জীবনের জন্য ঝুঁকি পূর্ণ।(ঙ) ঘণ ঘণ খিঁচুনি।(চ) নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ।(ছ) তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ।(জ) মা বাবার রক্তের Rh উপাদান।

৩. Perinatal/ শিশু জন্মের সময়ের কারণসমূহ-(ক) Anoxia at birth বা শিশুর জন্ম সময়কাল দীর্ঘ হলে, শিশুর গলায় নাড়ি পেচানোর কারণে বা শিশু জন্মের পর পরই শ্বাস নিতে অক্ষম হলে।(খ) জন্মের সময় মস্তিস্কে কোনো আঘাত৪. Postnatal/শিশু জন্মের পরবর্তী কারণসমূহঃ-(ক) Infections বা রোগে আক্রান্ত হলে যেমন – জন্ডিস, ডাইরিয়া, নিউমোনিয়া ইত্যাদি।(খ) Traumatic brain injury: শৈশবে পরে গিয়ে মস্তিস্কে আঘাত পায় বা শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হয় ।(গ) Toxic metabolic syndromes and intoxications: পরিবেশের বিষাক্ত পদার্থ, যেমন- পোকা মাকর ধ্বংস করার রাসায়নিক পদার্থ, ফ্লোরাইড, আর্সেনিক মিশ্রিত পানি ইত্যাদি শিশুর শরীরে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি হয়।

দুঃখের বিষয় হলেও সত্য যে,সাধারণত মানুষের বুদ্ধি বাড়ানোর কোনো চিকিৎসা নেই। তবে জীবন ধারণের জন্য,প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজগুলো শিখানো যায় এবং একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া সম্ভব হয়। এজন্য বিশেষজ্ঞদের শরনাপন্ন হওয়া প্রয়োজন।ID সহ,স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল ধরনের মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।

ঠিকানাঃ ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬মোবাইলঃ ০১৭৭৪-৯১০৭৯১,০১৪০৬-৩০৩০৯০

Our Group link: https://www.facebook.com/groups/1092317724571790/?ref=share_group_link

Youtube link: https://youtube.com/channel/UC5bjAlCKBKVgkQsF7cem7rA

#ID#awareness#Otosclerosis#cochlearimplants#cochlearimplantkids#hearingaidhearingaid#Tinnitus#কানেরমেশিন#কানেরযন্ত্র#speechtherapy#speechtherapist#languagelearning#speechandlanguage#speechandlanguagetherapy#audiologist#speechdelay#speechdevelopment#toddlerspeech#speechandlanguage#speechlanguagepathology#slp#parmarhood#parentoming#speechlanguagepathology#slp#mythsdebunked#motherhood#motherlife#parentingtoddlers#parenting #parentingkids #avt_therapy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents