টিনাইটাস হলো এক বা উভয় কানে রিং,হিস হিস,গুঞ্জন,শিস,ঝনঝন,কিচিরমিচির এধরনের শব্দ শোনার অনুভূতি। যা ক্রমাগত বা বিরতিহীন হতে পারে। টিনাইটাস সাধারণত বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায়। টিনাইটাস নানা কারণে ঘটে। যেমনঃ বয়স-সম্পর্কিত শ্রবণশক্তি হ্রাস, কানে আঘাত বা সংবহনতন্ত্রের সাথে সম্পর্কিত সমস্যা।
টিনাইটাসের বিভিন্ন কারন গুলোর মধ্যে অন্যতম হলোঃ
-শ্রবণশক্তি হারানো।
-কানের সংক্রমণ।
-তরল পদার্থ,ময়লা,কানের মোম বা অন্যান্য পদার্থ জমা।
-মাথায় ও ঘাড়ে আঘাত।
-ঔষুধ সেবনঃ যেমন- ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (NSAIDs), ক্যান্সারের ওষুধ, মূত্রবর্ধক, অ্যান্টিডিপ্রেসেন্টস, ম্যালেরিয়ারোধী ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিক।
-মেনিয়ার ডিজিজ (কানের একটি ব্যাধি যা অন্তঃকর্নের অস্বাভাবিক তরলের চাপের কারণে ঘটে)।
-অটোসক্লেরোসিস (কানের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির কারণে মধ্যকর্নের হাড় শক্ত হয়ে যাওয়া।)
-ইউস্টেসিয়ান টিউব ডিসফাংশন (কানের এমন একটি টিউব যা মধ্যকর্নকে উপরের গলার সাথে সংযুক্ত করে,তা প্রসারিত থাকে। যার ফলে কান পূর্ণ হয়।)
-অন্তঃকর্নের পেশীগুলোর সংকোচন ইত্যাদি।
টিনাইটাস সহ স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল ধরনের মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।
ঠিকানাঃ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে।ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬মোবাইল ঃ০১৭৭৪-৯১০৭৯১,০১৪০৬-৩০৩০৯০