Shono Bangladesh

CLOSE
CLOSE
CLOSE
CLOSE

Auditory Brain stem Implantation (ABI)

অডিটরি ব্রেইনস্টেম ইমপ্ল্যান্ট ওই সমস্ত মানুষদের জন্য প্রযোজ্য যাঁদের শ্রবণশক্তি লোপ পেয়েছে এবং হিয়ারিং এইড ও ককলিয়ার ইমপ্ল্যান্টেশন তাঁদের হারানো শ্রবণশক্তি পুনরুদ্ধার করতে যথেষ্ট নয়।
অডিটরি ব্রেইনস্টেম ইমপ্ল্যান্ট সরাসরি ব্রেইনস্টেমের শ্রবণ পথকে উদ্দীপিত করে অন্তঃকর্ণ এবং অডিটরি নার্ভে শব্দ ট্রান্সফার করে।
অডিটরি ব্রেইনস্টেম ইমপ্ল্যান্টটি মূলত বড়দের “নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 2”-(একটি বিরল জেনেটিক অবস্থা যা নার্ভে টিউমার সৃষ্টি করে) জন্য আবিষ্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন স্নায়ুঘটিত সমস্যা এবং অন্তঃকর্ণের অস্বাভাবিকতার জন্য ABI প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্যও এখন বিবেচনা করা হয়।


ABI কেন করা হয়?
ABI সার্জারির লক্ষ্য হলো শ্রবণশক্তি হ্রাসে আক্রান্ত ব্যক্তিদের শ্রবণশক্তি পুনরুদ্ধার করা। যাদের জন্য ককলিয়ার ইমপ্ল্যান্টেশনও প্রযোজ্য না তাদের জন্য অডিটরি ব্রেইনস্টেম ইমপ্ল্যান্ট একটি বিকল্প পদ্ধতি হতে পারে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সাধারণত ভাল মানের শব্দ প্রদান করে,কিন্তু এটি সব পরিস্থিতিতে এপ্লিকেবল না।


পনি ককলিয়ার ইমপ্ল্যান্ট গ্রহণ করতে সক্ষম হবেন না যদি আপনার নিম্নোক্ত সমস্যা গুলো থাকেঃ
১। একটি ছোট বা অনুপস্থিত অডিটরি নার্ভ।
২। একটি অস্বাভাবিক আকৃতির অন্তঃকর্ণ।
৩। মেনিনজাইটিস এর মতো সংক্রমণের কারণে অন্তঃকর্ণ ক্ষতিগ্রস্ত হওয়া,ইত্যাদি।
CI করা সম্ভব না হলে ABI হতে পারে একটি কার্যকরী সমাধান। তবে ABI সাধারণত বেশ ব্যয়বহুল এবং বাংলাদেশে এর সার্জারি এখন পর্যন্ত করা হয়নি। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এ চিকিৎসা সেবাটি চলমান।
হিয়ারিং রিলেটেড যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন আমাদের বিশেষজ্ঞ অডিওলোজিস্ট গনের সাথে। তাঁরাই আপনার অডিওলোজিক্যাল ইভালিউয়েশনের মাধ্যমে সিদ্ধান্ত নিবেন আপনার ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রয়োজন,নাকি হিয়ারিং এইড অথবা Auditory Brainstem Implantation(ABI).


স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল প্রকার সমস্যার জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।
ঠিকানাঃ ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে। ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।
মোবাইলঃ 01774-910791, 01406-303090.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents