Shono Bangladesh

CLOSE
CLOSE
CLOSE
CLOSE

কক্লিয়ার ইমপ্ল্যান্ট (Cochlear Implant) কোথায় করাবেন ভাবছেন?

আপনার সন্তান কি শুনতে পায় না?
হিয়ারিং এইড দিয়ে কোনো ফলাফল আসছে না?
ভাবছেন এখন কি করবেন?
কক্লিয়ার ইমপ্ল্যান্ট কোথায় করাবেন ভাবছেন?

🔴বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি বিশেষজ্ঞ গ্রাজুয়েট অডিওলজিস্ট দ্বারা প্রি-অপারেটিভ,পোস্ট-অপারেটিভ, এবং ফুল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার সম্পাদানের সুবিধা।যেখানে কথা বলতে না পারা ও শুনতে না পাওয়া বাচ্চা/বাক্তির শুনতে ও বলতে পাওয়ার প্রতিস্রুতি
🔴আসসালামুআলাইকুম। যে বা যারা প্রাইভেট ক্লিনিক থেকে ককলিয়ার ইমপ্ল্যান্ট করাতে চান তাঁদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা এবং Cochlear Limited কোম্পানির কক্লিয়ার ডিভাইস এর আদ্যোপান্ত।
১. প্রথমেই জেনে নেয়া দরকার ককলিয়ার ইমপ্ল্যান্ট কি,কেন দরকার এবং এটি কিভাবে কাজ করে।-ককলিয়ার একটি ইলেকট্রনিক ডিভাইস যা শ্রবণশক্তি উন্নত করে। এটি এমন লোকদের জন্য একটি বিকল্প হতে পারে যাদের অন্তঃকর্ণের ক্ষতির কারণে গুরুতরভাবে শ্রবণশক্তি হ্রাস পায়।ককলিয়ার ইমপ্ল্যান্ট একটি সাউন্ড প্রসেসর ব্যবহার করে যা কানের পিছনে ফিট করা থাকে। প্রসেসর শব্দ সংকেত ক্যাপচার করে এবং কানের পিছনের ত্বকের নিচে লাগানো একটি রিসিভারে পাঠায়। রিসিভার শামুক-আকৃতির অভ্যন্তরীণ কানে (ককলিয়া) বসানো ইলেক্ট্রোডগুলিতে সংকেত পাঠায়। সংকেতগুলি শ্রবণ স্নায়ুকে উদ্দীপিত করে,যা পরে সংকেতগুলিকে মস্তিষ্কে প্রেরণ করে । মস্তিষ্ক সেই সংকেতগুলিকে শব্দ হিসাবে ব্যাখ্যা করে। যদিও এই শব্দগুলি প্রাকৃতিক শ্রবণের মতো হবে না। ককলিয়ার ইমপ্ল্যান্ট থেকে প্রাপ্ত সংকেতগুলি ব্যাখ্যা করতে শিখতে সময় এবং AVT(এভিটি) থেরাপি লাগে। ব্যবহারের ৩ থেকে ৬ মাসের মধ্যে, ককলিয়ার ইমপ্ল্যান্টেড পেশেন্ট কথা বলতে ও বুঝতে শুরু করে।
২. এবার আসা যাক কোন কোম্পানির ককলিয়া আপনার জন্য প্রযোজ্য সে বিষয়ে কিছু কথা বলা যাক।-অনেকেই আছেন সংশয়ে থাকেন কোন কোম্পানির ককলিয়া ইমপ্ল্যান্ট করা সবচেয়ে নিরাপদ। আসলে বিশ্বে বহুল প্রচলিত প্রায় সবগুলো কোম্পানির ককলিয়াই উন্নত মানের এবং ভালো। বাংলাদেশে বহুল প্রচলিত তিন ধরনের ককলিয়া হলো- Med-El, Advanced Bionic এবং Cochlear Limited.

***তবে আজকে আমরা কথা বলবো Cochlear Limited কোম্পানির ককলিয়ার ডিভাইস সম্পর্কে। Cochlear Limited অস্ট্রেলিয়া ভিত্তিক বিশ্বের অন্যতম প্রাচীন একটি ককলিয়ার ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান।সমগ্র বিশ্বে যতগুলো মানুষের ককলিয়া ইমপ্ল্যান্ট হয়েছে তার দুই তৃতীয়াংশ ককলিয়া ব্যবহার করা হয়েছে ককলিয়ার লিমিটেড কোম্পানির। আড়াই লক্ষেরও বেশি মানুষ এ পর্যন্ত এটা ব্যবহার করেছেন। এটি একটি জায়ান্ট টেক কোম্পানি যাদের রেভিনিউ বিলিয়ন ডলারের বেশি। অর্থ্যাৎ ককলিয়া নির্মানে এই প্রতিষ্ঠান একক প্রতিদ্বন্দ্বী।

****এবার আসা যাক Cochlear Limited কোম্পানির ককলিয়া সম্পর্কিত কিছু কথায়।- এই কোম্পানির ককলিয়া সাধারণত অন্যগুলোর চেয়ে একটু ব্যয়বহুল হয়ে থাকে।- প্রোডাক্টের স্থায়িত্ব ও কর্মক্ষমতা সর্বোচ্চ পর্যায়ের।- বলা হয়ে থাকে ককলিয়ার লিমিটেড এর Cochlear Implant করা হলে Auditory Verbal Therapy ছাড়াই একজন পেশেন্ট স্পিচ ডেভলপ করতে শুরু করে।Cochlear Limited সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদেরকে সরাসরি ফোন করুন নিচে দেয়া নাম্বারে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সহ স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল ধরনের মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।
যোগাযোগঃ +8801774-910791, +8801406-303090

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents