ABR টেস্টটি শ্রবণশক্তি হ্রাস সনাক্ত করতে করা হয়ে থাকে। এটির মাধ্যমে শব্দের প্রতি একটি শিশুর মস্তিষ্কের প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়। ABR পরীক্ষাটি সাধারণত ওই ধরনের শিশুদের উপর করা হয় যাদের প্রাপ্ত বয়স্কদের মতো PTA করা যায় না। অর্থ্যাৎ ABR করা হয়ে থাকে একটি শিশু জন্মানোর কিছুদিন পরই।
এই পরীক্ষাটি করার সময় শিশুরা কোনোকিছুই বুঝতে পারেনা। কারন ABR টেস্ট করার অন্যতম শর্ত হলো শিশু ঘুমন্ত অবস্থায় থাকতে হবে।
♦️পরীক্ষাটি যেভাবে করা হয়ঃ
১. প্রথমত শিশুটি ঘুমন্ত অবস্থায় থাকবে।
২. ভিন্ন রঙের ছোট আকৃতির ইলেক্ট্রোড (একধরনের সেন্সর যা মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করে) শিশুর কপালে এবং কানের পেছন দিকে অবস্থিত মাস্টয়েড হাড়ের উপর স্থাপন করা হবে এবং তার কানের উপরে ইয়ারফোন স্থাপন করা হবে।
৩. শিশুর কপালে এবং কানের পেছনে একধরনের ইলেক্ট্রোড জেল ব্যবহার করা হবে যাতে ত্বক এবং ইলেক্ট্রোডের মধ্যে ভাল যোগাযোগ থাকে।
৪. এবার ইয়ারফোনের মাধ্যমে বিভিন্ন মাত্রা এবং স্থায়ীত্বের শব্দ তড়ঙ্গ প্রেরণ করা হবে। এই শব্দের ফলে শিশুর মস্তিষ্কে সৃষ্ট প্রতিক্রিয়া ইলেক্ট্রোডের মাধ্যমে কম্পিউটারে রেকর্ড করা হবে। (এক্ষেত্রে আরো কিছু ফর্মালিটিস রয়েছে,সবকিছু নিখুঁতভাবে লিখতে হলে লেখাটি বড় হয় যাবে)।
এভাবেই ABR টেস্টের মাধ্যমে একজন অডিওলোজিস্ট,একটি শিশুর শ্রবণস্বাস্থ্য সম্পর্কে পূর্ণ ধারনা পেয়ে থাকেন। ABR প্রতিটি শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ। জন্মের পর প্রতিটি শিশুরই জন্যই একজন সার্টিফাইড অডিওলোজিস্ট দ্বারা ABR টেস্ট করিয়ে নেয়া জরুরি। যদি শ্রবণশক্তি শতভাগ ঠিক থাকে,তাহলে আর ভয়ের কিছু নেই। কিন্তু শ্রবণ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অবশ্যই অডিওলোজিস্টের পরামর্শমতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এ বিষয়ে উদাসীন হলে আপনার শিশুর ভবিষ্যৎ জীবন হতে পারে দুর্বিষহ! কারন একটি শিশু ঠিকমতো কানে শুনতে না পেলে তাঁর স্পীচ ল্যাঙুয়েজ স্কিলও একইসাথে ডেভোলপ হবেনা। সেজন্য যত দ্রুত সম্ভব ABR টেস্ট করিয়ে নিতে হবে। কারন বয়স যত বাড়বে,চিকিৎসায় সফলতার হার ততই হ্রাস পেতে থাকবে।
ABR টেস্ট ছাড়াও,স্পীচ ও হিয়ারিং সম্পর্কিত সকল প্রকার সমস্যার জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে আপনাদের পাশে আছি আমরা “Shono Bangladesh Hearing and Speech Point” পরিবার।
ঠিকানাঃ ৬৫/ক মাটিকাটা -ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে। ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।
মোবাইলঃ 01774-910791, 01406-303090.